চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনী এলাকায় ভাড়া বাসায় তৃতীয় স্ত্রীকে নিয়ে বাস করতেন মো. তাজুল ইসলাম (৪০)। দাম্পত্য কলহের জের ধরে শুক্রবার দুপুরে তৃতীয় স্ত্রী রিমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম চলে যান। সেখানে গিয়ে অবস্থান নেন দ্বিতীয় স্ত্রীর ঘরে।
আকবর শাহ থানা পুলিশ রবিবার ভোরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করে। সেই সঙ্গে আদালত তাজুলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হত্যাকাণ্ডে জড়িত তাজুল ইসলাম নোয়াখালীর সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত শাহ আল চৌধুরীর ছেলে। তাঁর বিরুদ্ধে তৃতীয় স্ত্রী রিমা বেগমকে (২৬) হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
গত শুক্রবার রাতে বিশ্বকলোনীর জি ব্লকের মোবারকের ভাড়া বাসা থেকে পুলিশ রিমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। রিমা ভোলা জেলার দক্ষিণ আইচা থানার মাঝের চর গ্রামের কাশেম হাওলাদারের মেয়ে।
আকবর শাহ থানার ওসি মো. জহির হোসেন কালের কণ্ঠকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানিয়েছেন, রিমার সঙ্গে প্রায় দুই বছর আগে তাঁর বিয়ে হয়েছে। রিমা তার তৃতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বিতীয় বিয়ে করেন। ওই সংসারে তিন সন্তান রয়েছে। এরপর তৃতীয় স্ত্রী হিসেবে রিমাকে বিয়ে করে চট্টগ্রামে বাস করছিলেন। দাম্পত্য কলহের জেরে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে রিমাকে শ্বাসরোধ করে হত্যার পর তিনি বাসা থেকে বেরিয়ে যান।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্যে আরো কি কারণ আছে, তা জানা যাবে।
বাংলাদেশ সময়: ৭:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com