চট্টগ্রামের বোয়ালখালী থানার একটি মামলায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানসহ ১৭ নেতাকর্মী আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন পেয়েছেন।
সোমবার (১ মার্চ) চট্টগ্রাম জেলা জজ ইসমাইল হোসেনের আদালত তাদের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে মামলায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম বলেন, ‘২০১৮ সালের ১৩ জানুয়ারি বোয়ালীখালী আসনের উপ-নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় জেলা জজের আদালত ১৭ জনকে স্থায়ী জামিন প্রদান করেন। এর আগেও তারা উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘বোয়ালখালী থানার একটি মামলায় আজ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইছহাক চৌধুরী ও নগরের পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান লিটন, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব আলমসহ বিএনপির ১৭ নেতাকর্মী জামিন পেয়েছেন।’
এ সময় আদালতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ শতাধিক নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১০:২১ অপরাহ্ণ | সোমবার, ০১ মার্চ ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com