চট্টগ্রামের ভুজপুরের বাগান বাজারে স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে দু’দিন চিকিৎসাধীন থাকার পর ফাতেমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই গৃহবধূর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ মার্চ) রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় তার স্বামী ইমাম হোসেন (৩০)। আগুনে ফাতেমার শরীরের প্রায় ৭৫ শতাংশ দ্বগ্ধ হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ বলেন, ‘রোববার রাতে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে তার স্বামী। এ ঘটনায় পরদিন সোমবার ফাতেমার বাবা আবদুল গফুর বাদী হয়ের থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ অভিযান চালিয়ে ওইদিনই ফাতেমার স্বামী ইমাম হোসেন ও শ্বশুর আবুল কাশেমকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। তবে আজ সকালে ফাতেমার পরিবারসূত্রে জানতে পেরেছি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন।’
বাংলাদেশ সময়: ৯:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
ekhonbd24.com | faroque
Development by: webnewsdesign.com