সে দিন যাত্রীবাহী ট্রেন চলাচল করেনি বলে জানিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রেলওয়ের যাত্রী পরিবহনের যে সংবাদ ও ছবি প্রকাশিত হয়েছে তা ভুল ও বিভ্রান্তিকর বলে জানান তারাঁ। ২৪ এপ্রিল রেলওয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ মার্চের পর থেকে বাংলাদেশ রেলওয়ে কোনও যাত্রীবাহী ট্রেন পরিচালনা করেনি। রেলওয়ের কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনের টাকা পৌঁছানোর জন্য একটি বিশেষ ট্রেন হিসাব বিভাগের কর্মচারী ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তাবাহিনী নিয়ে কয়েকটি জেলায় চলাচল করেছে।
স্বাভাবিক অবস্থায় সারা দেশে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের বেতন চেকের মাধ্যমে এবং অন্য সব কর্মচারীর বেতন, ভাতা ও পেনশন নগদ টাকায় পরিশোধ করা হয়। বর্তমানে রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশন এলাকায় অবস্থিত কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনের টাকা পৌঁছানোর জন্য রেলওয়ে ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগের অধীন বিভিন্ন রুটে একটি বিশেষ ট্রেন বিশেষ ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com