ব্রেকিং

x


সিলেটে বন্যাকবলিত এলাকায় চট্টগ্রামের মানবিক ফারাজ করিমের ব্যাতিক্রমী উদ্যোগ

রবিবার, ২৬ জুন ২০২২ | ৯:১৪ অপরাহ্ণ

সিলেটে বন্যাকবলিত এলাকায় চট্টগ্রামের মানবিক ফারাজ করিমের ব্যাতিক্রমী উদ্যোগ

সিলেটের বন্যাদুর্গত মানুষের জন্য ৫০০ বাড়ীসহ দেড় কোটি টাকার সহযোগিতা করছেন ফারাজ করিম চৌধুরী। এরই মধ্যে ৫০ লক্ষ টাকা ব্যয়ে সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে চট্টগ্রামের এই সন্তান সরাসরি উপস্থিত থেকে ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। তাঁর গঠিত মানবিক তহবিলে প্রায় দেড় কোটি টাকার বেশি সংগ্রহ করেছেন। এসব টাকাসহ আরো সংগৃহীত টাকা পর্যায়ক্রমে সিলেটের অসহায় মানুষের জন্য নতুন বাড়ি তৈরি এবং ত্রাণ দেয়া বলে বলে জানান টীমের দায়িত্বশীল কর্মকর্তারা।

তবে অসহায় মানুষের পাশে দাড়াঁতে কাল সোমবার কিশোরগঞ্জে যাচ্ছেন মানবিক এই তরুন ফারাজ করিম চৌধুরী। সেখানেও বন্যাদুর্গত ২ হাজার পরিবারের পাশে থেকে বিভিন্ন সহযোগিতায় কাজ করবেন।

জানা গেছে, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তের বিভিন্ন জেলা-উপজেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। গত ১৮ জুন শনিবার থেকে শুরু হওয়া তার এই মানবিক কার্যক্রমে দেশের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন৷ এরই মধ্যে সিলেটের বিভিন্ন এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বন্যার ¯্রােতের মধ্যেই বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি এসব ত্রাণ পৌছে দিয়েছেন।

সুনামগঞ্জের সদর, পৌর এলাকা, জগন্নাথপুর, মইনপুর, হালুয়ার ঘাট, ধোপাখালী সুইস গেইট, সুরমা, দারাইর গাও, হাল্লরগাও, খাইনতর, দোয়ারা বাজার এলাকায় এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। বর্তমানে আরো ৫ হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে কুড়িগ্রামের বিভিন্ন প্রত্যন্ত জনপদে ছুটে গিয়েছেন তিনি৷ তারঁ বৃহৎ এই মানবিক কার্যক্রমের সবচেয়ে সাহসী পদক্ষেপ ১ কোটি টাকা খরচ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ টি পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন।

এরমধ্যে সুনামগঞ্জের বন্যাবিধ্বস্ত তাহিরপুর উপজেলায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৩৫০ টি ঘর ও কুড়িগ্রামে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ১৫০ টি ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফারাজ করিম চৌধুরীর এই মানবিক কার্যক্রমে ৫০ জন স্বেচ্ছাসেবী নিয়মিত কাজ করে যাচ্ছেন।

এছাড়াও সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আছেন বিভিন্ন জেলার সমাজসেবক, মানবিক সংগঠনসহ আরো অনেকেই। এর আগে তিনি ইতিমধ্যে করোনা পরিস্থিতিসহ সাম্প্র্রতিক সময়ে বিএম ডিপোতে দূর্ঘটনায় কবলিত সাধারণ মানুষের পাশেও ছিলেন তিনি। এছাড়া সামাজিক ও মানবিক কাজের সঙ্গে জড়িত থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ফারাজ করিম চৌধুরী।###

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৯:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুন ২০২২

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com