কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে আজ রবিবার রামুর বিজিবি ৩০ ব্যাটালিয়নের সদস্যরা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় সিএনজিচালককে আটক করা হয়। আটক সিএনজিচালক জসিম উদ্দিন (৩২) কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ডেঙ্গাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
বিজিবি রামু ৩০ ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত কোর্য়াটার মাস্টার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম ফারুকের প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা কক্সবাজারগামী সিএনজিতে (ইঞ্জিন নম্বর-৩৩১১৯৯) তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার মো. মাহমুদুল হাসান জানান, চালক সিএনজির ভেতরে যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে লুকিয়ে সুকৌশলে পাচার করছিল চালানটি। উদ্ধার করা এ পরিমাণ ইয়াবার মূল্য দুই কোটি ১০ লাখ টাকা। আটককৃত আসামিকে ইয়াবাসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com