ব্রেকিং

x


সাধারণ মানুষের কাছে তারকাদের আকর্ষণ হারানোর কারণ জানালেন মাহি

সোমবার, ০১ মার্চ ২০২১ | ১০:০৬ অপরাহ্ণ

সাধারণ মানুষের কাছে তারকাদের আকর্ষণ হারানোর কারণ জানালেন মাহি

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা কাজের ব্যস্ততার মধ্যেও ফেসবুকে তাকে সরব দেখা যায়। সাম্প্রতিক কিছু বিষয়কে ইঙ্গিত করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘দেখে খুব কষ্ট হয়েছে আমার। অনেক পছন্দের মানুষও এর মধ্যে আছেন। হয়তো টিআরপিতে কিছুদিনের জন্য আপনারা এগিয়ে থাকবেন কিন্তু পরিবারের অন্য সব সদস্যদের চোখে আপনি থাকবেন আজীবন তালিকাভুক্ত। ঘৃণিত একজন টিআরপি লোভী।’

‘শুনেছি পরিবারের সদস্যদের সম্মান নাকি পরিবারের মানুষেরাই রক্ষা করার জন্য প্রাণপন চেষ্টা করেন বেশি। দোষ লুকান যাতে বাইরের মানুষ খারাপ না বলতে পারে। আমরা যারা চলচ্চিত্র, টিভি মিডিয়া, সাংবাদিকতা, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি… প্রচণ্ডভাবে বিশ্বাস করি তারা সবাই একটা পরিবার।

কেন যেন ইদানীং দেখছি আমাদের পরিবারের সদস্যরাই অন্য সদস্যদের সম্মানহানী করছেন। সাধারণ মানুষজনের সামনে তাদের দোষ ত্রুটি নিয়ে একটু বেশিই নাড়াচাড়া করছেন।’

উল্লেখ্য, নির্দিষ্ট কারো নাম উল্লেখ না করেই মাহি স্ট্যাটাসটি দিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে সম্প্রতি ক্রিকেটার নাসিরের বিয়ে বিষয়ক বিতর্ক ও সিনেমার নানা ইস্যুতে বিতর্কের বিষয়গুলো নিয়েই কথা বলতে চেয়েছেন ঢাকাই সিনেমার এই ‘অগ্নিকন্যা’।

এর আগেও এক স্ট্যাটাসে তিনি অস্পষ্ট ইঙ্গিতে একটি গঠনমূলক আলোচনা তুলে ধরেছিলেন। সেখানে মাহি দাবি করেন, তারকালোকে পরিবারের সদস্যরাই অন্য সদস্যদের ছোট করছেন, সমালোচনা করছেন। যার ফলে সাধারণ মানুষের কাছে এই আকর্ষণীয় দুনিয়ার মানুষেরা আকর্ষণ হারাচ্ছেন, সম্মান হারাচ্ছেন।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১০:০৬ অপরাহ্ণ | সোমবার, ০১ মার্চ ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com