ব্রেকিং

x


সম্ভাবনার কথা জানালেন সাফা কবির

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ | ১০:৪১ অপরাহ্ণ

সম্ভাবনার কথা জানালেন সাফা কবির

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের যে ক’জন অভিনয়শিল্পী কাটজের মাধ্যমে আলোচিত, তাদের মধ্যে সাফা কবির অন্যতম। মডেলিং ও নাটকের অভিনয়ে তিনি ব্যস্ত একজন অভিনেত্রী। প্রায়ই তার অভিনীত নাটক দর্শকপ্রিয়তা পাচ্ছে।

নিত্যনতুন চরিত্রের মাধ্যমে তিনি দর্শকের সামনে আসছেন বারবার। তেমনই একটি চরিত্রে সম্প্রতি অভিনয় করেছেন সাফা। নাটকটির নাম ‘যে ছিল আমার’। নাটকে সাফার চরিত্রের নাম রিয়া।

এতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, সোহেল আরমান ভাই আমার পছন্দের একজন নাট্যকার ও নির্মাতা। তার সঙ্গে তাই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি। এর আগে তার নির্মিত নাটকগুলোও আমি দেখেছি। সেগুলোও দর্শকপ্রিয় হয়েছে। এ নাটকটি নিয়েও আমি আশাবাদী।

সাম্প্রতিক সময়ে সাফা অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে জোভানের বিপরীতে ‘বিকেল বেলার ছাদ’, তৌসিফের বিপরীতে মোর দ্যান ফ্রেন্ড’, ‘লাভারস ফুড ভ্যান’, ‘বিফলে মূল্য ফেরত’ ও ‘তুফান’, ইরফান সাজ্জাদের বিপরীতে ‘দুর্ঘটনা কবলিত স্বামী’। টিভি বিজ্ঞাপনেও তিনি নিয়মিত কাজ করেন। অভিনয়ের পাশাপাশি নিজের নামে চালু করা ইউটিউব চ্যানেল নিয়েও ব্যস্ত তিনি। পছন্দের কনটেন্ট নিয়মিত প্রকাশ করছেন সেখানে।

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশের পর দর্শকও সেগুলো আগ্রহ নিয়েই দেখছেন। চলচ্চিত্রে এখনও অভিনয় না করলেও ভবিষ্যতে এ মাধ্যমে অভিষেকের সম্ভাবনার কথা জানিয়েছেন সাফা কবির।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১০:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com