ব্রেকিং

x


রেলওয়ে শ্রমিকলীগ নেতা মুক্তিযোদ্ধা ধীলন আর নেই

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | ৭:২৮ অপরাহ্ণ

রেলওয়ে শ্রমিকলীগ নেতা মুক্তিযোদ্ধা ধীলন আর নেই

রেলওয়ে শ্রমিক লীগ নেতা মুক্তিযাদ্ধা ধীলন কান্তি ধর (৬৮) আর নেই। প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে গত বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধীলন ধরের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকতে পারে বলে তার পরিবার ধারণা করছে। চিকিৎসকরা তার শরীর থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডি’তে পাঠিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ কন্যা ও বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফটিকছড়ি উপজেলাধীন সুন্দরপুর ইউনিয়নে তার গ্রামে বাড়ি। তিনি নগরের এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকার সিআরবি স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।

মুক্তিযাদ্ধা ধীলন কান্তি ধর রেলওয়ে শ্রমিক লীগ ছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম আর্বান কো-অপারেটিভ সোসাইটি, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, প্রবর্তক সংঘসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনে জড়িত ছিলেন।

তাছাড়া রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেনসহ রেল শ্রমিকলীগের নেতা-কর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন।মুক্তিযাদ্ধা ধীলন কান্তি ধরের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশগুপ্ত, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকেই গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৭:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com