হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে শর্ত সাপেক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তাফসির মাহফিল করার অনুমতি দেওয়া হয়েছে।
শর্তের মধ্যে রয়েছে সরকারবিরোধী কোনও বক্তব্য না দেওয়া, ভাস্কর্য নিয়ে কোনও ধরনের কথা না বলা ও কোনও ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেওয়া।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা মামুনুল হক উপজেলার পুরানবাজার তাফসির কমিটির ৭৬তম বার্ষিক তাফসিরুল কোরআন সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার প্রধান অতিথির বক্তব্য দেবেন।
পুরান বাজার তাফসির মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, করোনার কারণে ৭ দিনের তাফসির ৩ দিন হবে। এই তাফসির মাহফিল আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত।
প্রশাসনের অনুমতি নিয়েই মঙ্গলবার বিকাল থেকে তাফসির মাহফিলে বয়ান শুরু করেছেন দেশের খ্যাতনামা মাওলানারা। আর বুধবার বয়ান করবেন মাওলানা মামুনুল হক।
ওসি অজয় চন্দ্র দেব বলেন, মাওলানা মামুনুল হক তাফসির মাহফিলে সরকারবিরোধী কোনও বক্তব্য, ভাস্কর্য নিয়ে কোনও কথা ও কোনও ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবেন না শর্তে প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com