ব্রেকিং

x


যারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাদের দেশপ্রেম নেই: ফরিদ মাহমুদ

রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ | ৭:২৫ অপরাহ্ণ

যারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাদের দেশপ্রেম নেই: ফরিদ মাহমুদ

সমাজসেবক, রাজনীতিক আলহাজ ফরিদ মাহমুদ বলেন, ৭১ সালে নিরস্ত্র বাঙালী অস্ত্র হাতে যুদ্ধের পাশাপাশি বিশ্ব জনমত গঠনে কুটনৈতিক তৎপরতা চালাতে গিয়ে ভারত, রাশিয়াকে মিত্রদেশ হিসেবে পাশে পেয়েছিল।তেমনি একটি গোষ্ঠী দেশে-বিদেশে স্বাধীনতার বিরোধিতা করেছিল।তারা ৭৪ এবং ৭৫ সালেও ষড়যন্ত্রে লিপ্ত ছিল।বাংলাদেশ জঙ্গীবাদ, সন্ত্রাসবিরোধী বিশ্ব শান্তিমিশনে সহযোগী হিসেবে প্রশংসনীয় ভুমিকা পালন করতেও একটি মহল আজো নানা অপপ্রচারে লিপ্ত হয়ে দেশবাসীকে বিশ্ব দরবারে বিব্রত করে।যারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাদের দেশপ্রেম নেই।

পতেঙ্গা হিউম্যান এইড এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা রিক্সা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিজয়ের ৫০ বছর রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে “হিউম্যান এইড পতেঙ্গা” এর উদ্যেগে পতেঙ্গা মুনভিউ কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি মিজানুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান জাগীর আহমদ, প্রধান বক্তা মো. ওয়াহিদ হাসান।অতিথি হিসাবে ব্যক্তব্য রাখেন ইউনাইটেড পাওয়ার প্লান্টের জিএম মোস্তাফিজুর রহমান জিন্নাহ,ব্যাংক এশিয়া কাটগড় শাখার পরিচালক টিটুদেব,এন এন টাউয়ার এর স্বত্বাধিকারী জাবেদ আলম, সমাজসেবক হাজী জানে আলম, দেলোয়ার হোসেন, এরশাদ উল্লাহ, হাজী ইদ্রিস, ছাত্র সংগঠক নাজমুল হাসান রুমি,যুব সংগঠক মো. ইব্রাহিম, যুব সংগঠক মারুফ উদ্দিন,ফোরকান দিদার প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্মানীত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিসহ গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কেঁট কেটে এবারের বিজয় দিবস উদযাপন করা হয়। সভাশেষে অসচ্ছল ৬ জনকে রিক্সা ভ্যান এবং ৭ জন কর্মজীবি নারীকে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৭:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com