সামরিক শাসকের নির্দেশ না মেনে মিয়ানমারের তিন পুলিশ কর্মকর্তা ভারতে চলে এসে আশ্রয় চেয়েছেন। গত বুধবার বিকেলে তাঁরা সীমান্ত পেরিয়ে মিজোরামে চলে আসেন।
মিজোরামের সারচিপ জেলার পুলিশ সুপার স্টিফেন লালরিনাওমা সংবাদ সংস্থা রয়টার্সকে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, তিন পুলিশ কর্মকর্তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
তাঁদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। ভারতে চলে এসে আশ্রয়প্রার্থী হওয়ার কারণ হিসেবে তাঁরা বলেছেন, মিয়ানমারের সামরিক শাসক তাঁদের এমন সব নির্দেশ দিচ্ছেন, যা মানা সম্ভব নয়। সেই কারণে তাঁরা ভারতে চলে এসেছেন।
মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। সংখ্যালঘু খ্রিষ্টান চিন জাতিগোষ্ঠীর লোকজন ছাড়াও অনেক রোহিঙ্গা ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু পুলিশ কর্মকর্তাদের ভারতে চলে আসা ও আশ্রয়প্রার্থী হওয়ার ঘটনা এই প্রথম।
সম্প্রতি দিল্লির যন্তরমন্তরে চিন জাতিগোষ্ঠীর প্রায় ৩০০ জন মিয়ানমারের সামরিক শাসনের অবসান ও গণতান্ত্রিক সরকার পুনর্বহালের দাবিতে বিক্ষোভ দেখান। গত ফেব্রুয়ারি মাসের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার অশান্ত। গতকাল বুধবার ১ দিনে ৩৮ জন বিক্ষোভকারী নিহত হন।
বাংলাদেশ সময়: ১০:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com