‘সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন সৃজিতের স্ত্রী মিথিলা।’ সম্প্রতি এক সংবাদমাধ্যমে খবরের এই শিরোনামই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মিথিলাকে ‘সৃজিতের স্ত্রী’ বলে উল্লেখ করা হয়েছে। আর তাতেই আপত্তি এই পরিচালকের।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের বিরক্তির কথা ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, সন্তান নিয়ে সৃজিতের স্ত্রীর কোনো পরিকল্পনা নেই। ঠিক যেমন অভিজিৎ বিনায়ক ব্যানার্জির স্ত্রী নোবেলটা পাননি। রাফিয়াত রশিদ একজন ভয়ঙ্কর গুণী মহিলা। আমার থেকেও অনেক কিছু অর্জন করেছে জীবনে। তার সিভি বোঝার মতো শিক্ষা বা জানার মতো ধৈর্য না থাকলে, অন্তত আন্তর্জাতিক নারী দিবসে প্রাক্কালে এভাবে ছড়িয়ে লাট করবেন না।
‘একাত্তর’র প্রমোশনে মিথিলাকে তার মেয়ে আইরা কার কাছে থাকবে তা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে মিথিলা বলেছিলেন, আইরা তার এবং তার বাবার কাছে, দুজনের কাছেই থাকবে। কারণ, মেয়েকে তিনি তার বাবার থেকে আলাদা করতে চান না। মিথিলা বলেন, আইরা এখন ছোট, আমি চাইব, ও ওর মতো করে বড় হোক। বড় হয়ে ও যেটা চাইবে সেটাই হবে। মা হিসাবে আমার পূর্ণ সমর্থন থাকবে।
রাফিয়াত রশিদ মিথিলার এ মন্তব্যের পরই অনেক সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে লেখা হয়, ‘সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সৃজিতের স্ত্রী।’ আর তাতেই সৃজিত মুখোপাধ্যায়ের আপত্তির কারণ।
বাংলাদেশ সময়: ৯:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ মার্চ ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com