ব্রেকিং

x


মন্ত্রী নওফেলের পক্ষে নাসিরাবাদে সাবেক ছাত্রনেতার খাবার বিতরন

সোমবার, ২৭ এপ্রিল ২০২০ | ৮:০৯ অপরাহ্ণ

মন্ত্রী নওফেলের পক্ষে নাসিরাবাদে সাবেক ছাত্রনেতার খাবার বিতরন

চট্রলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরীর ছেলে সরকারের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এমপির পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক এক হাজার পরিবারে মাঝে রান্না করা খাবার বিতরন করেছেন। আজ সোমবার বিকাল চারটায় নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ড়ের বিভিন্ন এলাকায় কর্মহীন-অসহহায় – নিন্ম ও মধ্যবিত্ত পরিবার গুলোর ঘরে, ঘরে হাবিবুর রহমান তারেক গিয়ে রান্না খাবার বিতরন করেন তিনি।

চসিকের ৮ নং শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মধ্যে রয়েছে আওতাধীন নাসিরাবাদ তুলাতলী এলাকারমধ্যে প্রফেসর কলোনী,বিউটির মার কলোনী খলিল জমিদারের কলোনী, বেলালের বাড়ি, মাহাবুব সাহেব কলোনী,গদি মালেক এর কলোনী , আচার ওয়ালার কলোনী,সেলিম সাহেবের কলোনী, রসিদ ড্রাইভার কলোনী,কবির সাহেবের কলোনী, বাতেন মিয়ার কলোনী,রফিক জমিদারের কলোনীর

এসময় অন্যদের মধ্যে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোশরাফুল হক পাবেল, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ, ওমর গনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা সোহেল রানা, ঐশিক পাল জিতু , আরফাত হোসেনসহ নেতৃবৃন্দ ।

শিক্ষা উপ-মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী নাজিম উদ্দীন সিকদার অনিক এর সার্বিক ব্যবস্থাপনায় গত ১৬ এপ্রিল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড়ে প্রতিদিন রান্না করা খাবারগুলো বিতরন করা হয়।।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com