ব্রেকিং

x


মধ্যরাতে ভাসমান মানুষের পাশে পটিয়ার ইউএনও

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ | ৫:৪৬ অপরাহ্ণ

মধ্যরাতে ভাসমান মানুষের পাশে পটিয়ার ইউএনও

করোনাভাইরাসের কঠিন সময়ে ভাসমান, ছিন্নমূল, কর্মহীন দিনমজুর এবং ঠিকানাবিহীন মানুষে মুখে মধ্যরাতে খাবার তুলে দিচ্ছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।

জানা যায়, কিছু মানবিক মানুষের সহায়তায় ইউএনও’র উদ্যোগে ভাসমান কর্মহীন এবং ঠিকানাবিহীন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার হচ্ছে। গত ১৪ এপ্রিল থেকে প্রতিদিন অন্তত ৫০ জন মানুষকে খাবার দেওয়া হয়। পরিবার সঙ্গে নেই, হোটেল বন্ধ থাকায় কিনেও খাওয়া সম্ভব হচ্ছে না বা ক্রয় করে খাওয়ার সামর্থ্য নেই এমন ৫০০ ছিন্নমূল মানুষকে দেওয়া হবে। এ জন্য পটিয়ার রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম, থানার মোড়, ইন্দ্রপুল এলাকা, পোস্ট অফিস মোড়, ডাকবাংলো, বাসস্ট্যান্ড ও বড় বড় জংশনসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাবার দেয়া হচ্ছে। এ কাজে ইউএনও’র সঙ্গে আছেন একদল স্বেচ্ছাসেবী।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, একদিন রাত ১০টার দিকে স্টেশন রোডে লোকসমাগম নিয়ন্ত্রণে প্রচারণায় যাই। সেখানে দেখি অন্ধকারে ৩-৪ জন বয়স্ক মানুষ বসা। জিজ্ঞেস করলাম, বাবা আপনারা এখানে কি করেন। বললেন, আমরা দিনমজুর। স্টেশনেই থাকেন। এমনিতে হোটেলে খেলেও এখন বন্ধ, তাই চিড়া-মুড়ি দিয়ে দিন কাটাই। তাছাড়া কাজ না থাকায় আয়ও বন্ধ। তখন থেকেই আমরা প্রতিদিন রাতের আধারে বের হয়ে এসব অভুক্ত অসহায় মানুষদের খাবার বিতরণ করছি।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৫:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com