‘বিরোধী মত দমাতে ভয়ঙ্কর কোনো শক্তি কাজ করছে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকালে রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানান ওবায়দুল কাদের। প্রেস ব্রিফিংয়ে সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, সরকারের সমালোচনার জন্য এ পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।
‘সরকার ক্ষমতা, দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে’-মির্জা ফখরুলের এই অভিযোগের জবাবে তিনি আরও বলেন, এ কথাগুলো বিএনপির শাসনামলের জন্যই চির সত্য।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিল; আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিল।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অথচ বিএনপি কোনোরূপ সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বারবার থামিয়ে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ৫:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com