ব্রেকিং

x


বাকলিয়ার সাধারণ মানুষের মাঝে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর ফ্রি সবজি বিতরণ

সোমবার, ১৮ মে ২০২০ | ৯:০৬ অপরাহ্ণ

বাকলিয়ার সাধারণ মানুষের মাঝে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর ফ্রি সবজি বিতরণ

বাকলিয়াতে সাধারণ মানুষের মাঝে ফ্রি সবজি বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সারা চট্টগ্রামে দুস্থ মানুষের জন্য আরশেদুল আলম বাচ্চুর এ ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ যুব সমাজের জন্য রোলমডেল। তিনি সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে সকলের সম্মিলিত প্রয়াসে দেশ থেকে করোনা নির্মূলের আশা প্রকাশ করেছেন।

আজ সোমবার নগরীর ১৮ নং বাকলিয়া ওয়ার্ডের বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার প্রবেশমূখে সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর উদ্দ্যেগে “ফ্রি সবজি বাজার” থেকে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় ১৫০০ দুস্থ মানুষের মাঝে ফ্রি মিষ্টি কুৃমড়া, বাংলা কদু, শসা, শিশিঙ্গা, ঢেরস, আলু, বাধাকপি ও ১৫০০ ডিম বিতরণ করা হয়।

ফ্রি সবজি বাজারের উদ্যোক্তা, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চুর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি সবজি বাজার পরিচালনা করেন ওমরগণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা রফিকুল আলম রুবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুস সাকিব, শওকত আলম, নাদিম উদ্দিন,ওমরগণি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা এম হাসান আলী, সুলতান মাহমুদ ফয়সাল, শাহাদাত হোসেন হীরা, ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল উদ্দীন রুবেল, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা আজিজুল রহমান আজিজ, গিয়াস উদ্দিন, রাব্বি, আশিক, সাইফুজ্জামান আবির, রাব্বি, রুমেল, সুমন, ফাহাদ, সোহেল, রিপন, সাদ্দাম, আরজু, আমির, জিয়া, অপু, মিজবা প্রমুখ।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৯:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com