কি করুণ দৃশ্য! ছোট ভাই জায়গা ছেড়ে দিলো বড় ভাইকে বাঁচাতে। কি শিক্ষনীয় কঠোর বাস্তবতা! আইসিইউতে জায়গা নেই। টাকার কমতি নেই, কিন্তু বেঁচে থাকার একটু শ্বাসের বড়ই দরকার ছিলো । দেশের সব বিমান ভাড়া করে আমেরিকা যাওয়ার ক্ষমতা ছিলো। নিয়তির করুণ ফয়সালায় সব পথ অবরুদ্ধ।
তাঁর মৃত্যু একেবারে হৃদয় নাড়া দিল। সাথে মানবতার একটা নজির রাখলো, তাদের যে ক্ষমতা ছিলো, ইচ্ছা করলে অন্য রোগীকে আইসিইউ থেকে সরিয়ে দিতে পারতো। সেটা করেননি। অন্যের জীবনকে তুচ্ছ করেননি। এটা মানবতার বড় বিজয়। যেখানে করোনার হার। সেখানে মানবতার নজির সৃষ্টি করে গেছেন এস আলম পরিবারে সদস্য মোরশেদুল আলম।।
অাল্লাহ যেন তাঁহাকে বেহেশত নসিব করেন।
এ মৃত্যুর পর চট্টগ্রামে দুটো নামকরা হাসপাতালকে সরকার করোনা চিকিৎসার জন্য অধিগ্রহন করলো।
অস্হিরতা পারদটা কিছুটা হলো চট্টগ্রাম বাসির কমলো।স্বস্তির নিঃশ্বাস নেয়ার জন্য একটা ঠিকানা খুঁজে পেলাম মনে হয়।।
প্রথম দিকে করোনাআক্রান্ত পটিয়ার হাইদগাঁও সে মায়ের ভালোবাসার কাছে করোনার পরাজয় হয়।করোনা বিষ জেনে ও মা ছেলেকে বুকে জড়িয়ে হাসপাতালে নিয়ে যায়।শিশুটি বাঁচাতে পারেনি মা।
সে মাকে করোনা গিলতে পারেনি।বাবা বুকে জড়িয়ে পিপিই ছাড়াই লাশ দাফন করলো সন্তানের।।
তবে বিপরীত চিত্রে, আমাদের মনে এখনো করুণ দৃশ্য ভেসে উঠে।টাঙ্গাইলে মাকে ছেলেরা রাস্তায় ফেলে যাওয়া।কবর স্হানে লাশ দাফনে বাঁধা।খাঁটিয়ে ছাড়া লাশ কাঁদে বহন।ডাক্তাররা ভোঁতা যুক্তি দাড়ঁ করিয়ে ঘরে বসে থাকা। যেনো তখন আমরা অমানবিকতার দুনিয়ায় ছিলাম।।
মানুষ যত মানবিক হবেন, করোনা ক্রমশ ততই দূর্বল হবে।।মনের দিকে আমরা কি রকম ব্যবহার করছি হয়তো আল্লাহ আমাদের পরীক্ষা করছে। মানুষ এখন আস্তে আস্তে মানবিক হচ্ছে। করোনা রোগীর সংখ্যা বাড়লো, মনের দিকে বেঁচে থাকার লড়াইয়ের পূঁজিটা পাবো।।
করোনা থেকে বাঁচার আর একটি ভালো ঔষধ হলো মানসিক ভাবে শক্ত থাকা।মনের জোরে ইতোমধ্যে অনেকে করোনাকে পরাজয় করেছে।ঘর ভাঙ্গলে তৈরি করা সহজ কিন্তু মন ভেঙ্গে গেলে মানু্ষ সহজে দাঁড়াতে পারেনা।
করোনা সহজে যাবে না।তাই আগামীর জন্য আমাদেরকে একটা পথ বের করতে হবে।।সেটা হবে মানবিক পথ।।
মুহাম্মদ সেলিম হক।
প্রতিষ্ঠাতা।
চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব।
২০২০.৫.২৭..
(চট্টগ্রাম কর্ণফূলী থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও সংগঠক মুহাম্মদ সেলিম হকের ফেসবুক ওয়াল থেকে নেয়া)
বাংলাদেশ সময়: ২:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com