ব্রেকিং

x


প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মোদির সঙ্গে বাইডেনের প্রথম ফোনালাপ

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ৪:০৬ অপরাহ্ণ

প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মোদির সঙ্গে বাইডেনের প্রথম ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেনের সঙ্গে সোমবার প্রথম ফোনালাপ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ২০ জানুয়ারি আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। সেই সময় টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। তবে সরাসরি কথা হলো এই প্রথম।

সোমবার রাতে টুইট করে মোদি নিজেই এ কথা জানিয়েছেন। এ সময় আঞ্চলিক ইস্যু, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আন্তর্জাতিক নিয়মনীতি মেনে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে এ দুই রাষ্ট্রপ্রধানের। খবর এনডিটিভির।

টুইটে মোদি লিখেছেন– তার সাফল্য কামনা করেছি। স্থানীয় বিষয়ে এবং আমাদের যৌথ অংশীদারিত্বের বিষয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঐকমত্য হয়েছি আমরা।

ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বলেও জানান নরেন্দ্র মোদি।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৪:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com