করোনা পরিস্হিতি কারনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় আওয়ামীলীগের জাতীয় নিবার্চন পরিচালনা উপ- কমিঠির সদস্য আরশেদুল আলম বাচ্চুর ব্যবস্হাপনায় ধারাবাহিকতার অংশ হিসেবে আজ রবিবার নগরীর জিইসির মোড়ে ফ্রি সবজি বাজার বসেছে। সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু একজন মহিলা, একজন পুরুষকে পরিমান মতো সবজি তুলে দিয়ে ফ্রী সবজি বাজারে কার্যক্রম উদ্বোধন করেন।
দুপুর থেকে বিকাল পযর্ন্ত ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের আওয়াতাধীন জিইসির মোড়ে এ বাজারটি বসে। ফ্রি বাজারে মিষ্টি কুমড়া, বাংলা কদু, শসা, ডিম, বরবটি, ঢেরস, কেইডা, লাল শাক, কলমি শাক, পাট শাক,পূঁই শাক,কাঁটা মাইরা শাকসহ প্রতি সজবি ভ্যান গাড়ীতে সুন্দরভাবে সাজানো ছিল এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে পছন্দ অনুযায়ী কর্মহীন -অসহায় দরিদ্য মানুষগুলো ফ্রী সবজি বাজার থেকে বাজার করে।প্রায় দেড় হাজার কেজি সবজি ও পাঁচ শত ডিম ফ্রিতে দেওয়া হয়।
সাবেক ছাত্রনেতা সংগঠক আরশেদুল আলম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষৃদ্রকর্মী হিসেবে চেষ্টা করছি সাধারন মানুষের পাশে এবং সাথে থাকার যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে চাল, ডাল, তেল, আলুসহ নানান খাদ্য সামগ্রী পাশাপাশি পুষ্টি জাতীয় খাবার যেহেতু খেতে হবে ফ্রি সবজি বাজারে উদ্যােগ নিয়েছি।
তিনি বলেন, প্রতিদিন চট্টগ্রাম মহানগরে মধ্যে কোন না কোন ওয়ার্ডে ফ্রি সবজি বাজারটি বসে। যতদিন লকডাউন থাকবে শেখ হাসিনার নেতৃত্বে ততদিন মানুষের সেবায় পাশে থাকার আপ্রাণ চেষ্টা করব।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক এর পরিচালনায় অনুষ্টিত সবজি বজারে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল শাকিব, বেসরকারী কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি,নগর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক,মোঃ হানিফ,কামরুল ইসলাম রাসেল,তোফায়েল আহমেদ মামুন,মামুনুর রহমান,আনসারুল্লা সৌরভ,সালাউদ্দিন বাবু,সুলতান আহমেদ ফয়সাল,আরজু ইসলাম বাবু,ইমতিয়াজ মনির,রুবেল সরকার,কাজী মাহমুদুল হাসান রনি,রাকিব হায়দার,শাহাদাত হোসেন হিরা,আওরাজ ভূইয়া রনক,আবু সাঈদ মুন্না,মোঃ জাহেদুল ইসলাম,শেখ নিয়াজ উদ্দিন ফাহাদ, রিজান চৌধুরী,তৌহিদুল ইসলাম সুমন,মোঃ আব্দুল মান্নান সানি,আশিকুর রহমান প্রিন্স,তানভীর হোসেন,মোঃ আলাউদ্দিন,মেহেদী হাসান মিঠু,মাজারুল ইসলাম,শাহাদাত হোসেন,বিল্লাল হোসেন জনি,মোঃআলিফ হোসেন,মেহেদী হাসান,হোসাইন রাহাত, সাইমন ইসলাম,সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তৌফিক চৌধুরী,আরফাত আলী, জোনাইদ সিকদারসহ নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ৮:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com