ব্রেকিং

x


পুলিশের গুলিতে নিহত রুমানের গ্রামের বাড়িতে হেফাজত নেতারা

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ | ৮:৫২ অপরাহ্ণ

পুলিশের গুলিতে নিহত রুমানের গ্রামের বাড়িতে হেফাজত নেতারা

গত ২৬ মার্চ হাটহাজারীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত চট্টগ্রামের রাউজান পৌরসভার বেরুলিয়ায় এলাকার ওয়াহিদুল ইসলাম প্রকাশ রুমানের গ্রামের বাড়িতে যান হেফাজত নেতারা।

মঙ্গলবার সকালে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর নেতৃত্বে হেফাজত নেতারা নিহত রুমানের বাড়িতে যান।

হেফাজত নেতারা নিহত রুমানের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করে তার পিতামাতা ও ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় হেফাজত নেতারা নিহত রুমানের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ ব্যাপারে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, শহীদের বাবা খুবই অসুস্থ। চলাফেরা করতে পারেন না। তাদের নিজস্ব কোনো বাড়ি নেই। ভাড়া বাসায় থাকেন। তাই তিনি শহীদের পরিবার ও আহতদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য উলামায়ে কেরাম ও তৌহিদী মুসলমানদের প্রতি আহ্বান জানান।

নিহত রুমান রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরুলিয়া এলাকার ডেপুটি বাড়ির সৈয়দুল হকের ছোট পুত্র। সে রাউজান পৌরসভার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।

করোনাকালে পড়ালেখা বন্ধ থাকায় সে তার অসচ্ছল পরিবারে সচ্ছলতা ফেরাতে হাটহাজারী মাদ্রাসার সামনে জেলা পরিষদ মার্কেটের আল এহসান টেইলার্স নামে একটি প্রতিষ্ঠানে দর্জির কাজ করত।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৮:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com