রেলওয়ে শ্রমিকলীগের নেতা-কর্মীদের মাছে ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এসময় প্রধান বক্তা ছিলেন ছিলেন নগর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও চসিকের মেয়র নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
আজ রবিবার রেলওয়ে পাহাড়তলী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রেলওয়ে শ্রমিকলীগ (বি/৩২০) কেন্দ্রীয় কমিটির উদ্যেগে, রেলওয়ে শ্রমিকলীগ চট্টগ্রামস্থ সকল শাখার নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শফর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর কমিটির সভাপতি মোঃ বখতেয়ার উদ্দিন, অঅওয়ামীলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, রেলওয়ে শ্রমিকলীগের কার্যকারী সভাপতি শামসুউদ্দিন মজুমদার, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জাকারিয়া পিন্টু, দপ্তর সম্পাদক এস এম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজন, শ্রম সম্পাদক করিম উল্লাহ, চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন শাখার সাধারণ সম্পাদক কামাল পারভেজ বাদল, কারখানা শাখার সম্পাদক মোঃ মামুন, সি আর বি শাখার আহব্বায়ক ময়ন উদ্দিন মোল্লা, পাহাড়তলী শাখার যুগ্ন সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মিথুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com