ব্রেকিং

x


নির্দেশনা না মানলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বুধবার, ০৭ এপ্রিল ২০২১ | ৯:২১ অপরাহ্ণ

নির্দেশনা না মানলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সঠিক নির্দেশনা মেনে না চললে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এরই মধ্যে হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেড়ে গেছে। আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় নিজ বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান অবস্থায় সেবা বাড়ালেও অধিক চাপের কারণে অনেকেই করোনায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। করোনা নিয়ন্ত্রণে আইসিইউ, বেড, টেস্ট ও অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে।

এসময় মন্ত্রী আরো জানান, করোনায় ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি সরকারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলার।

সভায় যোগ দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম জানান, এইভাবে চলতে থাকলে শুধু হাসপাতাল বাড়িয়ে করোনা সামাল দেয়া সম্ভব হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বাড়তি সতর্কতা নেয়ার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৯:২১ অপরাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com