ব্রেকিং

x


দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ | ৭:১১ অপরাহ্ণ

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৩৬৬ জন শনাক্ত হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৭:১১ অপরাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com