ব্রেকিং

x


তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, টেক্সাসে ১১ জনের মৃত্যু

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০১ অপরাহ্ণ

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, টেক্সাসে ১১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এখন পর্যযন্ত ১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। টেনেসি, টেক্সাস, কেন্টাকি এবং লুইসিয়ানায় মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৫ কোটিরও বেশি মানুষ আবহাওয়া সতর্কতার মধ্যে রয়েছে। এরই মধ্যে টেক্সাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন টেক্সাসের গভর্নর।

তিনি জানান, ‘রাজ্যটির বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তুষারঝড়ে টেক্সাস ও হাউসটনে অন্তত ১২০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে উত্তর ক্যারোলাইনায় এই তুষারঝড়ের জেরে তিনজন মারা গেছেন এবং দশজন আহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, এখনো উদ্ধারকাজ চলছে।

মঙ্গলবার জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের শতকরা ৭৩ ভাগ এখন তুষারপাতের কবলে।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১০:০১ অপরাহ্ণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com