ব্রেকিং

x


জামিন পাচ্ছেন প্রায় ৩’শ আসামী

শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | ৮:৫৩ অপরাহ্ণ

জামিন পাচ্ছেন প্রায় ৩’শ আসামী

করোনাভাইরাস নিয়ে সারাদেশের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেও বন্দিদের মধ্যে বিরাজ করছে আতংক। নতুন আগত আসামীরা কারাগারের ভিতরে নিরাপত্তা ও সচেতনতায় প্রবেশের সময় হ্যান্ডওয়াশ, মাস্ক, প্রচার-প্রচালনা, মাইকিং, নিরাপদ দূরত্ব বজায় থাকাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।

তবে করোনার কারণে বিভিন্ন ক্যাটাগড়িতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতী-কয়েদিসহ প্রায় ৩’শ জনকে আসামীকে জামিন দেয়ার প্রক্রিয়া চলছে। সব কিছুই যাছাই-বাছাই করে নিদের্শনা পেলেই এসব জামিনের প্রক্রিয়া শুরু করা হবে বলেও কারাগার সূত্রে নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম কারাগারের বিভিন্ন ক্যাটাগরির কয়েদি-হাজতী মিলে পৃথকভাবে ঢাকায় তালিকাও পাঠানো হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বলেন, করোনা আতঙ্ক কাটাতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। যাদের অপরাধ লঘু এবং যারা ৬ মাস ধরে সাজা ছাড়াই কারাগারে হাজত বাস করছেন, এমন তালিকা তৈরি করা হয়েছে। ছিনতাইয়ের চেষ্টা, চুরি, হত্যাচেষ্টা ও প্রতারণা এসব অপরাধে অপরাধীদের তালিকাও করা হয়েছে।

তবে গুরুত্বর অপরাধী। যেমন- হত্যা, মাদক, ধর্ষণ ও ছিনতাইয়ের আসামি, তাদেরকে তালিকার বাইরে রাখা হয়েছে। চট্টগ্রাম থেকেও বিভিন্ন ক্যাটাগরিতে যাছাই-বাছাই করেই তালিকা তৈরি করা হয়েছে। তাছাড়া করোনায় সচেতনতায় প্রচার-প্রচারণাসহ নানাবিধ উপকরণ দেয়া হয়েছে আসামীদের মাঝে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে (কোভিট-১৯) সারাবিশ্বের মানুষকে আতঙ্কে রেখেছে। সেই আতংক দেশের কারাগারে থাকা বন্দিদের মধ্যেও রয়েছে। তার ওপর চট্টগ্রাম কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশিসংখ্যক বন্দি থাকার বিষয়টি আরও বেশি সমস্যায় ফেলে দিয়েছে কারা কর্মকর্তাদের। তাই বন্দিদের করোনা আতঙ্ক কাটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বিশেষ জামিনের উদ্যোগ নিয়েছে।

লঘু অপরাধে দীর্ঘদিন ধরে হাজত বাস করছেন, প্রথম ধাপে এমন বন্দিদের জামিন দেওয়া হবে। ফলে চট্টগ্রাম কারাগার থেকে প্রায় তিন শতাধিকের মতো বন্দি জামিন পেতে পারেন। তাছাড়া কয়েদি-হাজতী পৃথকভাবে পাঠানো তালিকায় হাজতী-১৫১ জন এবং কয়েদি ১৭০ জনের নামের তালিকা পাঠানো হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম কারাগারে কয়েদি বন্দি রয়েছে সাজার মেয়াদ সর্বোচ্চ ৬ মাত অবশিষ্ট আছে এমন কয়েদি বন্দি হচ্ছে ৮৬ জন, লঘু অপরাধে আটক কয়েদি বন্দি-৫২ জন, কারাবিধ ১ম খন্ডের ৫৬৯ ধারা অনুযায়ী মুক্তিযোগ্য কয়েদি-৫৪ জন, অচল ও অক্ষম এবং গুরুত্বর দুরারোগ্য রোগে আক্রান্ত কয়েদি- ৪ জন, সবোর্চ্চ এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি-১০৬ এবং সবোর্চ্চ ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি-৪৭ জন।###

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৮:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com