ব্রেকিং

x


চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হাটহাজারীর উত্তর মাদার্শায় ত্রাণ বিতরণ

শনিবার, ১৪ আগস্ট ২০২১ | ৮:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হাটহাজারীর উত্তর মাদার্শায় ত্রাণ বিতরণ
চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নে করোনাকালিন দুর্গত জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট)  জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এসব খাদ্য সামগ্রী তাঁদের হাতে তুলে দেন।
ত্রাণবিতরণকালে হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. নুর খান, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, শহীদুল আলম চৌধুরী, শেখ গোলাম মোস্তফা, আবুল কাসেম আনসারী, চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, আজিজুল হক দৌলত, ডা. মো. ওমর ফারুক, মো. জাকের হোসেন, সাইয়েদ সিরাজুল ইসলাম, শফিকুল আলম হেলাল, নুরুল হুদা, শেখ ইউসুফ, সোহরাব হোসেন সৌরভ, রবিউল হোসেন বাবুল, খোরশেদ আজিজ, চৌধুরী শাহাদাত উল্লাহ টিপু, রূপায়ন চৌধুরী,এনাম চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, পারভেজ তালুকদার, মেম্বার জাহেদুল্লাহ, অসিম মল্লিক,নজরুল ইসলাম, আবু মো. সায়েম, জামশেদ, লোকমান, এমরান, সৈয়দ মো. জাবেরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার করোনাকালিন দুর্গত ১৩ হাজার পরিবারকে এবার খাদ্য সামগ্রী প্রদানের  উদ্যোগ নেয়া হয়েছে । প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি খেসারি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল ও ২ টি করে সাবান প্রদান করা হচ্ছে।
Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৮:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১৪ আগস্ট ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com