দেশের করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে কয়েকটি ভ্যানগাড়ি নিয়ে নানাবিধ সবজি গরীব-অসহায় এবং নি¤œবিত্তদের মাঝে মানবিক উদ্যোগ নিয়ে ফ্রি সবজি বিতরণ করছেন সাবেক ছাত্রনেতো আরশেদুল আলম বাচ্চু। প্রতিদিন কোন না কোন ওয়ার্ডেই গরীবদের পাশে ফ্রি সবজির বাজার বসান দূরত্ব বজায় রেখেই।
এতে শুধুমাত্র নাসিরাবাদ এলাকায় ২ ঘন্টায় প্রায় ৫’শ পরিবারকে ফ্রি সবজি দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় গতকাল বৃহৃস্পতিবার নগরীর ৮ নং শুলকবহর ওয়ার্ডের নাসিরাবাদ এলাকায়। হোটেল লডস ইন এ সামনে সারিবদ্ধভাবে ফ্রী সবজি বাজারটি বসানো হয়।
জানা গেছে, সবজির বাজার নগরীর অলি-গলিতে ঘুরছে সবজি ভর্তি পাঁচটি ভ্যান। প্রতিটি ভ্যানের পেছনে লিখা ‘ফ্রি সবজি বাজার’। এবার বিভিন্ন এলাকায় ভ্যান গাড়ি করে বিলি করা হচ্ছে সবজি। প্রত্যেক অসচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক বলেন, সাধারণ মানুষদের অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছেন আরশেদুল আলম বাচ্চু ভাই। এসব মানবিক কারণে ফ্রি সবজি পেয়ে অনেকেই খুশী এবং স্বস্তিতে আছেন। যারা অসহায় গরীব এ সময়ে তারাই বুঝবেন কষ্ট কি জিনিস। তাই আমাদের এ কার্যক্রম সব ওয়ার্ডে চলমান থাকবে। একই কথা বললেন ছাত্রনেতা তোসাদ্দেক নুর চৌধুরী তপুও।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের তত্বাবধানে ও ছাত্রনেতা তোসদ্দেক নুর চৌধুরী তপুর সার্বিক পরিচালনা ফ্রী সবজি বাজারে মিষ্টি কুমড়া, টমেটো, লাউ, বেগুন, বেন্ডিসহ নানান জাতের সবজির সমারোহ করা হয়।
সামাজিক দূরুত্ব বর্জায় রেখে এক, এক করে প্রায় পাঁচ শতাধিক পরিবার ফ্রী সবজি বাজার থেকে বাজার করেন। প্রতিদিন সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু র মানবিক উদ্যোগটি কোন না কোন ওয়ার্ডে অব্যাহত আছে। এ উদ্যােগটি সর্ম্পূন্ন মানবিক দৃষ্টিকোন থেকে সাধারন খেটে খাওয়া, অসহায় এবং নিম্ম ও মধ্যবিত্ত পরিবারে কথা চিন্তা করে পাঁচ শতাধিকও অধিক ফ্রী সবজি বাজার থেকে বাজার করতে পারে।
উক্ত বাজার পরিচালনায় দায়িত্ব পালন করেন মহানগর ছাত্রলীগের সদস্য দেলোয়ার হোসেন মিন্টু, মাহির আসিফ বাবু, শাখাওয়াত হোসেন অপু, মোঃ মনির খান, আসিফ রহমান, শাকিল খান নিশান, সাইফুল ইসলাম সাইফ, সোহেল বড়ুয়া, নূরুল আবসার রাফি, নিহাল চৌধুরী নিলয়, আলিফ শুভ, বাদশাহ চৌধুরী প্রমুখ। এর আগে পশ্চিম ষোলশহর, পূর্ব ষোলশহরসহ বিভিন্ন ওয়ার্ডে ফ্রি সবজি বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, সাবেক ছাত্র নেতা মো. ইলিয়াছ উদ্দিন, তোসাদ্দেক চৌধুরী তপুসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ৮:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০
ekhonbd24.com | faroque
Development by: webnewsdesign.com