ইকো’র রান্না করা খাবার বিতরণকালে সংগঠক ও রাজনীতিবিদ ফরিদ মাহমুদ বলেছেন, ভাসমান মানুষদেরকে বাঁচিয়ে রাখতে রান্না করা খাবার বিতরণের কোন বিকল্প নেই।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এসময়ে চট্টগ্রাম মহানগরে ছিন্নমূল, অসহায়, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম বিগত ২০ দিন ধরে অব্যাহত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)।
রোববার বিকেল ৪টায় নগরীর সিআরবিতে ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও চট্টগ্রাম মহানগর যুব লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ, নগর যুবলীগের সদস্য নেছার আহমেদ, যুবলীগ নেতা মোহাম্মদ আশরাফুল গনি, ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সদস্য আমিনুল ইসলাম আজাদ, সিরাজদৌল্লা দৌলত, ওয়াসিফুল হক চৌধুরী কৌশিক প্রমুখ।
রান্না করা খাবার বিতরণকালে সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বৈশ্বিক এ মহামারিতে এদেশে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান কর্মহীন। দরিদ্র ও অসহায় মানুষের সুষ্ঠু তালিকা প্রনয়নের মাধ্যমে এসব অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু যারা পথশিশু ও ভাসমান মানুষ তারা রাস্তায় ঘুরে মানবেতর জীবনযাপন করছে। এসব মানুষকে বাঁচিয়ে রাখতে তাদের মাঝে রান্না করা খাবার বিতরণের কোন বিকল্প নেই। তিনি ভাসমান মানুষ ও পথশিশুদের পাশে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহবান জানান।
পরে ইকো’র কর্মকর্তারা নগরীর জামাল খান ও চেরাগী পাহাড় মোড় সহ বিভিন্নস্থানে ৩০০ জন ছিন্নমূল, ভাসমান মানুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ৭:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com