চট্টগ্রামের আকবরশাহ থানার কর্নেলহাট এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে অন্তত ডজনখানেক বাস পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, ‘আজ দুপুরে বাগদাদ এক্সপ্রেস নামে একটি পরিবহনের ডিপোতে আগুন লাগে। এতে ওই ডিপোতে থাকা পরিত্যক্ত বাসসহ প্রায় ডজনখানেক বাস পুড়ে ছাই হয়ে গেছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি।’
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।
তিনি বলেন, ‘দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কর্নেলহাট এলাকায় একটি বাসের গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি এসে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
বাংলাদেশ সময়: ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com