কৃষক বাঁচলে বাঁচবে দেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের মনিটরিং এ সারাদেশে কৃষকের ধান কাটছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সাতকানিয়া, পটিয়াসহ বিভিন্ন উপজেলায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন জেলা-উপজেলার নেতা-কর্মীরা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস. এম. বোরহান উদ্দিনের নির্দেশনায় ইতিমধ্যে বেশ কয়েকটি উপজেলায় ধান কাটা চলছে। তাছাড়া এর আগে করোনায় গরীব-অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপজেলায় করোনা নিরাপত্তায় বিভিন্ন সামগ্রীসহ ত্রাণও বিতরণ করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি। তবে এখনও কান কাটা চলমান রয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিন।
ধান কাটছেন বিভিন্ন উপজেলায়ঃ
বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের হতদরিদ্র দিন মজুর কৃষক নুরুল আলম ও জাকির হোসেনের জমির পাকা ধান কেটে দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ইজাজুল হক সিকদার সোহাগের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আওতাধীন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে কৃষকদের সহযোগিতা করেছেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ওবায়দুল ইসলাম সিকদার, আরিফুল ইসলাম সিকদার, মোহাম্মদ গিয়াস উদ্দিন, নাহিদুল ইসলাম, ইনজামামুল হক, হাসিবুল হাসান সম্রাট, জাবেদ ওমর লিখন, ফয়সাল সিকদার, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আজিজ ও হানিফ সিকদার। উপস্থিত থেকে অনুপ্রাণিত করেছেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব-উল হক সিকদার।
লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নেও কান কাটা হয়। উপজেলা ছাত্রলীগ নেতা এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে চুনতি ইউনিয়নে গরীব,অসহায় কৃষকের ২ কানি জমির ধান বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় কেটে ঘরে পৌছিয়ে দেওয়া হয়। এতে ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল, বাপ্পি, চুনতি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মান্না, রকিব প্রমুখ। বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল মুহাম্মদ ওরহানের নেতৃত্বে বড়হাতিয়া ৯ নং ওয়ার্ডের গরীব কৃষক নুরুল আবছারের ১ খানি ধান কেটে দিল বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ। অংশগ্রহণ নেন দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইন, বড়হাতিয়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাজ্জাদ, সদস্য মহিউদ্দিন, সদস্য জয়নাল আবেদীন মাসুক, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা দুর্জয়, মোঃ ফরমান, সাইফুল, কায়সার, কলাউজান ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুজন, সায়েম, সয়ন, বেলাল প্রমুখ।
সাতকানিয়া বাজালিয়া মাহালিয়া গ্রামের কৃষক শাহজানের দুইখানি জমির ধান কেটে দেওয়া হয়। ধান কাটায় সহযোগিতা করেন কর্ণেল অলি আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের মিজানুর রহমান। সাথে ছিলেন শাহরিয়ার রিয়াদ, তৌহিদ, অনিক, জায়েদ, জহির, আরাফাত, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ উল হক। সহযোগিতায় ছিলেন বাজালিয়া ইউনিয়নের তাপস দত্ত।
পটিয়া আশিয়া ইউনিয়নের কৃষকের পাশে পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা গালিব চৌধুরী ও মোরশেদুল আলমের নেতৃত্বে আশিয়া ইউনিয়ন ও পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতারা রোজা রেখে সেচ্ছাশ্রমে কৃষকের সৌনালী ফসল কৃষকের ঘরে তুলে দেওয়ার অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশ সময়: ৯:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com