ব্রেকিং

x


চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

বুধবার, ১৭ মার্চ ২০২১ | ৯:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে হাসেম খান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ-ছয়জন।

বুধবার (১৭ মার্চ) আগ্রাবাদের জাম্বুরী পার্ক এলাকায় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন  বলেন, বেলা ১১টার দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। এ ঘটনায় পাঁচ-ছয়জন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যের বিষয় উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৯:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ মার্চ ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com