প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাবেক চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সার্বিক সহযোগিতায় ৪০নং ও ৪১নং ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে । সোমবার (০৯ আগস্ট) এ খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।
এসময় মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দলীয় ও ব্যক্তিগতভাবে করোনাকালীন সময়ে সর্বাত্মকভাবে মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। সমাজের সকলকে এই দুঃসময়ে মানবকল্যাণে ভুমিকা রাখা প্রয়োজন। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিবিধি মেনে চলা ও করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণেরও আহবান জানান।
এসময় আরো উপস্থিত জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, নোমান আল মাহমুদ, সদস্য কামরুল হাসান বুলু, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. ঈছা, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রশিদ লোকমান, আওয়ামীলীগ নেতা শামসুদ্দীন, আলী আকবর, যু্বলীগ নেতা জাবেদুল ইসলাম শিপন, সাবেক ছাত্রনেতা ইয়াছির আরাফাত প্রমুখ।
উল্লেখ্য, নগরীতে উক্ত খাবার বিতরণ সরকারিভাবে লকডাউন ঘোষণার পর থেকে ধারাবাহিকভাবে এ খাবার বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ৩:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
ekhonbd24.com | sarwar ctg
Development by: webnewsdesign.com