চট্টগ্রাম নগরীর আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ধুনিরপুল উপ-শাখার ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) ধুনিরপুল এলাকায় এ উপ-শাখার উদ্বোধন করা হয়।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মোহাম্মদ মমতাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ আজম।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভিপি ও চট্টগ্রাম জোনের ডেপুটি হেড এএফএম ফয়সাল কবির ও সমাজ সেবক নাছির উদ্দীন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের প্রতি আহবান জানিয়ে প্রধান অতিথি মোহাম্মদ আজম বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক। ব্যাংকিং সেবা প্রদানে শতভাগ শরীয়াহ পরিপালনে এ ব্যাংক অনন্য।
বাংলাদেশ সময়: ১২:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
ekhonbd24.com | sarwar ctg
Development by: webnewsdesign.com