কক্সবাজারের চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাঈমুল সিকদারের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাজারবিল (নয়াপাড়া) গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নাঈমুল সিকদারের বাড়ির লোকজন যখন ঘুমিয়ে পড়েন তখন; স্থানীয় ৭-৮ সন্ত্রাসী নাঈমুলদের বাড়ির গেট, টিনের বেড়া ও ঘরের দরজা ভাঙচুর ও গোলাগুলি করে চলে যায়।
গোলাগুলির শব্দ শোনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে জানালা দিয়ে সন্ত্রাসীদের দেখতে পান বলে জানান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাঈমুল সিকদার।
তিনি জানান, এলাকার মাদ্রাসা ও হেফজখানার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে একই এলাকার আবু ছালামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার মতবিরোধ হয়। তারই রেশ ধরে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রাতের আঁধারে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ও গোলাগুলি করে ব্যাপক ক্ষতি সাধন করে।
হামলার বিষয়ে চকরিয়া থানার ওসিকে ফোন করে জানাই।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হামলা ও ভাঙচুরের বিষয়ে একজন ফোন করলে, দ্রুত একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com