ব্রেকিং

x


চকরিয়ায় যুবলীগ নেতার বাড়িতে হামলা

সোমবার, ০৫ এপ্রিল ২০২১ | ১১:২৬ অপরাহ্ণ

চকরিয়ায় যুবলীগ নেতার বাড়িতে হামলা

কক্সবাজারের চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাঈমুল সিকদারের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাজারবিল (নয়াপাড়া) গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নাঈমুল সিকদারের বাড়ির লোকজন যখন ঘুমিয়ে পড়েন তখন; স্থানীয় ৭-৮ সন্ত্রাসী নাঈমুলদের বাড়ির গেট, টিনের বেড়া ও ঘরের দরজা ভাঙচুর ও গোলাগুলি করে চলে যায়।

গোলাগুলির শব্দ শোনে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে জানালা দিয়ে সন্ত্রাসীদের দেখতে পান বলে জানান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাঈমুল সিকদার।

তিনি জানান, এলাকার মাদ্রাসা ও হেফজখানার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে একই এলাকার আবু ছালামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার মতবিরোধ হয়। তারই রেশ ধরে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রাতের আঁধারে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ও গোলাগুলি করে ব্যাপক ক্ষতি সাধন করে।

হামলার বিষয়ে চকরিয়া থানার ওসিকে ফোন করে জানাই।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হামলা ও ভাঙচুরের বিষয়ে একজন ফোন করলে, দ্রুত একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১১:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com