ব্রেকিং

x


গোলাগুলির পর ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | ১১:০২ অপরাহ্ণ

গোলাগুলির পর ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

বুধবার গভীর রাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা সীমান্ত দিয়ে মিয়ানমার হতে ইয়াবার বড় একটি চালান আসার সংবাদ পেয়ে সেখানে অবস্থান নেয় বিজিবির একটি দল। একসময় মিয়ানমারের দিক থেকে ৮/১০ জন সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবি।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, একপর্যায়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গল দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লুঙ্গি মোড়ানো একটি ব্যাগের ভেতর থেকে ৪ লাখ ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। এ ঘটনায় আইনি প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ১১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com