কয়দিন ধরে মনটা খুব খারাপ। অনেক দিন বাচ্চাগুলোকে দেখিনা। হঠাৎ সিদ্ধান্ত নিলাম একটাবার দেখে আসি।
ICU এর রোগীগুলোর স্পর্শ এই হাতে। তাই এই হাত দিয়ে নিষ্পাপ সন্তানগুলোকে স্পর্শ করা আদর করার সাহস হয়নি।
রেহানকে এত কনফিউজ আর কখনোই দেখিনি। বাবা কোলে নিয়ে চুমু খাওয়া তো দুর। কাছেই আসতে মানা করছে।
ছবিটা টাইম লাইনে রেখে দিলাম।
যদি বেচে থাকি, সামনের কঠিন সময় গুলোতে এই দুঃসহ মুহুর্ত গুলো মনে করে inspiration নিব।
আর যদি মরে যাই, মানুষ জানবে যখন এদেশের ডাঃ দের কাছে প্রানপ্রিয় সন্তান আর অসহায় রোগী, দুইটার মধ্যে একটি বেছে নেওয়ার অপসন ছিল। তখন তারা হাসি মুখে সন্তানদের পিছনে রেখে অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছিল।
“বিধাতা যাকে দেন
অলৌকিক আনন্দের ভার
বক্ষ তাহার ভাসে
বেদনায় অপার।”
(চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডাক্তার মো. নুরুদ্দিনের ফেসবুক ওয়াল থেকে নেয়া)
বাংলাদেশ সময়: ১১:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com