চসিকের বেশ কয়েকটি ওয়ার্ড কাউন্সিলর করোনা পরিস্থিতিতে দিন-রাত গরীব-অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এদের মধ্যে ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী অন্যতম। সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তিগতভাবেও দিয়ে যাচ্ছেন সাহায্য-সহযোগিতা। নিচ্ছেন ওয়ারর্ডের গরীব-অসহায় এবং দিন মজুরদের খবরা-খবরও। ইতিমধ্যে দেয়া হয়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ।
তবে চসিকের দেয়া বরাদ্দ প্রতিটি ওযার্ডের ভোটার ও জন সংখ্যা হিসেব করে দিলে সকল গরীব-অসহায়রা সরকারি চিসিকের দেয়া বরাদ্দ ঠিক মতো বন্টন করা যেতো বলে মন্তব্য করেন নগরীর একাধিক কাউনন্সিলর।
সর্বশেষ ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের ৩০০ টি পরিবার প্রতি কেজি ১০ টাকা মূল্যে ১০ কেজি হারে বিশেষ ওএমএস এর চাউল ক্রয় করেছেন।
ওয়ার্ডের আমিন জুট মিলস ফুটবল খেলার মাঠে আরবান কমিউনিটি ভলেন্টিয়ারা সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাউল সংগ্রহের কাজে সহযোগিতা করছেন। আরো ১০০ পরিবার সহ সংরক্ষিত কাউন্সিলর এর মনোনীত ৯০ টি পরিবার ও এই সুযোগ পাবেন। আপাতত এই ওয়ার্ডের ৪৯০ টি পরিবার এই সুবিধার আওতায় আসবেন। পর্যায়ক্রমে এই সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী সাপ্তাহ থেকে প্রতি পরিবার ১০ টাকা মূল্যের ২০ কেজি চাউল ও ১৮ টাকা মূল্য ১০ কেজি আটা প্রতি মাসে ১ বার উত্তোলন করতে পারবেন। ওয়ার্ড এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা বেশি হলেও অল্প সংখ্যক মানুষ এই সুযোগ পাচ্ছেন, ডিসি ফুড এর সাথে আলোচনায় উপকার ভোগীর সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানালে তিনি জানান প্রতি ওয়ার্ডের জন্য এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
আমার ওয়ার্ডের লোকসংখ্যা ও হতদরিদ্র শ্রমজীবী জনগোষ্ঠীর সংখ্যা বিবেচনার অনুরোধ করলে তিনি বিষয়টি পরবর্তীতে বিবেচনার কথা জানান। ধন্যবাদ জানায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে এই দুর্দিনে জনগণকে সরাসরি ভূর্তুকি মূল্যে এই সহায়তা প্রদান শুরু করায়।
তাছাড়া ফেসবুক পেইজে কাউন্সিলর মো. মোবারক আলীর কর্মকান্ড নিয়ে অনেকেই ধন্যবাদ দিয়ে কমেন্ট করেছেন। এদের মধ্যে কয়েকটি তুলে ধরলাম..
ফেসবুকে ফুয়াদ বিন হাকিম নামের একজন কমেন্টে লিখেছেন, ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না ভাই (কাউন্সিলর মোবারক আলী) এই মহামারী পরিস্থিতিতে ৭নং ওয়ার্ড এর এলাকাবাসীর জন্য আপনার করনীয় স্মরনীয় হয়ে থাকবে, আল্লাহ আপনাকে হায়াত দরাজ করুক।
শহীদুল ইসলাম শহীদ লিখেছেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোবারক আলী ভাইকে।
জসিম উদ্দিন লিখেছেন, এ মহান কাজের জন্য সমাজসেবক কাউন্সিলর মোবারক আলীকে ধন্যবাদ।দোয়া করি,তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক।
করিম খান লিখেছেন, যার মন পরিস্কার, তার রাস্তা মহান আল্লাহ তায়ালা পরিস্কার করে দেন। আল্লাহ তায়ালা আপনার মানসিকতার জন্য সহায় হোন।
(চসিকের ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলীর ফেসবুক ওয়াল থেকে নেয়া এবং এখানে নিউজের কিছু অংশ সংযুক্ত করা হলো)
বাংলাদেশ সময়: ১১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com