করোনায় চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুট তিনদিন চলাচল করার পর আয় কম হওয়ার ফলে সেই পার্সেল ট্রেন চলাচল বন্ধ করেছে রেলওয়ে। আজ রবিবার চলাচল করলেও কাল সোমবার থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে বিশেষ ব্যবস্থায় চলাচলরত এই পার্সেল ট্রেন বন্ধ থাকবে।
সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে পার্সেল ট্রেনে মালামাল বুক দিতে আসতে পারছেন না ব্যবসায়ীরা। এক সময় প্রতিদিন যে পরিমাণ মালামাল ট্রেনে বুক হতো, বর্তমানে সেই পরিমান হচ্ছে না।
আজ ররিবার মাছ-শুঁটকি, কাঁচামালসহ অন্যান্য মালামাল নিয়ে সকালে চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন থেকে উক্ত ট্রেন ছেড়ে ঢাকায় গেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী।
তিনি নিউজ পোর্টাল এখনবিডিকে বলেন, নানাবিধ কারণে কাল সোমবার থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে পার্সেল ট্রেন চলাচল বন্ধ থাকবে। অন্য রুটে কিছুটা পরির্বতন হবে।
রেলের নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা হয়েছে, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে পার্সেল ট্রেন চলাচলের জন্য নিরাপত্তা বাহিনী, গার্ড, চালকের পাশাপাশি ইঞ্জিনের তেল, টিএ বিল, মাইলেন্সসহ নানাবিধ জিনিসপত্রের প্রয়োজন। এতে যে পরিমাণ মালামাল পার্সেল ট্রেনে যাচ্ছে, সেই পরিমাণ আয় হচ্ছে না। ফলে আয়ের সাথে পার্সেল ট্রেনের ব্যয় হচ্ছে অনেকে বেশী। তাই সব কিছু বিবেচনা করেই এই পার্সেল ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com