ব্রেকিং

x


করোনায় চট্টগ্রামে ফোনেই সেবায় ৮০ চিকিৎসক

সোমবার, ২০ এপ্রিল ২০২০ | ৮:৪০ অপরাহ্ণ

করোনায় চট্টগ্রামে ফোনেই সেবায় ৮০ চিকিৎসক

করোনাভাইরাসে দেশে বর্তমান সময়ে সরকারের পাশাপাশি সোচ্চার হয়ে উঠছে সামাজিক কিছু সংগঠন। ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ্যে এবং গোপনে অনেকেই সাধারণ গরীব-অসহায় মানুষের পাশে দাড়াঁচ্ছেন প্রতিটি জেলায় শত শত মানুষ। অনেকেই মানবিক দৃষ্টি কোণ থেকেই নানারকম কর্মকান্ড চালিয়ে আসছেন। যার আরো একটি ব্যতিক্রমী উদ্যোগগ্রহণ করেছেন সংগঠন ও তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। ফারাজ একটি প্রতিষ্ঠান হিসেবে নন, মানবিক দৃষ্টি কোণ থেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে নানারকম সাহায্য-সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন ধরেই। তারঁ ডাকে অনেকেই এগিয়েও এসেছেন গরীব-অসহায়দের পাশে দাড়াঁতে।

চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের রাতের সেহরির খাবার ফ্রি দেয়ার উদ্যোগ নেয়ার পর এবার আরো একটি উদ্যোগ নিলেন প্রায় ৮০ জন ডাক্তার নিয়ে টেলিফোনে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করার। এটিও রাউজানসহ চট্টগ্রামবাসীর চিকিৎসাসেবার একটি দৃষ্টান্ত।

সরেজমিনে রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে দেখা যায়, করোনা পরিস্থিতি তৈরি হওয়ার আগ থেকেই বেশ সোচ্চার থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছেন চট্টগ্রামের রাউজানের এমপি ও রেলপথমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজরে করিম চৌধুরী এমপির ছেলে তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি তরুন রাজনীতিবিদ হিসেবেও পরিচিত।

করোনা পরিস্থিতি ছাড়াও দীর্ঘদিন ধরেই গরীব-অসহায়দের মাঝে ত্রাণসামগ্রীসহ নিরাপত্তা জনিত জিনিসপত্রও দিয়ে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে গভীর রাতে দায়িত্বরত হাজারো স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তা ঝুঁিকর নানাবিধ জিনিসপত্র ছাড়াও সেহেরীর খাবার দেয়ার প্রস্তুুতি নিচ্ছেন ফারাজ করিম চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার আরো একটি উদ্যোগ নিলেন প্রায় ৮০ জন ডাক্তার নিয়ে টেলিফোনে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করার। চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেলের স্বনামধন্য ৮০ জন ডাক্তার নিয়েই প্রতিদিন চিকিৎসাসেবা দেয়া হবে। এতে প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফোন করলে পাওয়া যাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা। এর আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন।

সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জয়ব্রত দাশ (০১৮১৯-৩১৮৩৩৪), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আলী আসগর চৌধুরী (০১৮১৯-৩৪৫২৫২), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ বিনয় পাল (০১৫৫২-৩৬৯২২৪), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাললের লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ এস এম আলী হায়দার (০১৬৭৪-৮৯৮৭০৭), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ কামরুন নাহার লুনা (০১৭৫২-০০৪২৭৩) সহ প্রায় ৮০ জন চিকিৎসক টেলিফোনে এই চিকিৎসা সেবা দিবেন।

তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী বলেন, চলমান লকডাউন পরিস্থিতিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রায় ৮০ জন চিকিৎসকের মাধ্যমে দুঃসময়ে সাধারণ মানুষের সেবাদানের এই উদ্যোগ নিয়েছি। এতে আমাদের মানবিক চিকিৎসকরা কোন ধরণের ফিও নিবেন না। এর মাধ্যমে অনেকেই চিকিৎসাসেবা পাবেন বলে আশা করছি।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক সুমন দে বলেন, বর্তমান পরিস্থিতিতে সব চেয়ে কঠিন দায়িত্ব পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। এবার আরেকটি উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষদের পাশে ৮০ জন চিকিৎসক ফোনেই ফি বিহীন সেবা দিয়ে যাবেন। ফারাজ করিম চৌধুরীর এমন উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন চিকিৎসাসেবায়। এর আগে থেকেই তিনি (ফারাজ) সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারসহ সকলশ্রেনী পেশার মানুষের পাশে থেকেই কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই রাউজানের গণমানুষের নেতা এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় এবং কঠোর মনিটরিং এর মাধ্যমে করোনাসহ নানাবিধ পরিস্থিতিতে সেবামুলক বিভিন্ন কর্মকান্ড চালানো হচ্ছে।###

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৮:৪০ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com