খাদ্য পরিবেশনকারীদের মাঝে সামগ্রী বিতরণকালে সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, যারা দিনে এনে দিনে খায় তাদের সাহায্যপ্রাপ্তী নিশ্চিত করতে হবে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অন্তত গরীব-অসহায় সাধারণ মানুষ দুইবেলা খেতে হলেও পারবেন।
তিনি বলেন, লকডাউনের শুরু থেকে যারা বিবাহ-মেজবানী-অনুষ্ঠানে বয়-বেয়ারার কাজ করে তারা সম্পুর্ণ বেকার। সমাজের এই শ্রেনীটার পাশে আমাকে দাঁড়াতে হবে ।
বিবাহ,সামাজিক অনুষ্ঠানে বয়-বেয়ারা,খাদ্য পরিবেশনকারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে রবিবার ফরিদ মাহমুদের ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব ফরিদ মাহমুদ আরো বলেন, সরকারের ত্রাণকাজে যারা নিয়োজিত আছেন তাদেরকে ত্রাণ বিতরণে অব্যবস্থাপনার বিষয়ে যত্নশীল হতে হবে।পর্যায়ক্রমে সরকার জনগণের জন্যে যে বরাদ্ধ দিচ্ছে তা একই পরিবার বার বার পেলে সমাজের বৃহৎ অংশ ত্রাণ কার্যক্রমের বাইরে থেকে যাবে । আমাদেরকে যারা দিন এনে দিনে খায় তাদের সাহায্যেপ্রাপ্তীর বিষয়টি নিশ্চিত করতে হবে ।
চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে ফরিদ মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠান খাদ্য পরিবেশনকারীদের মাঝে রবিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি সুরথ কুমার চৌধুরী, সদস্য নেছার আহমেদ, আশরাফুল গনি চৌধুরী, দেলোয়ার হোসেন দেলু, হাজ্বী মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ ইয়াছিন ভুইয়্যা প্রমুখ ।
বাংলাদেশ সময়: ৮:২০ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com