ব্রেকিং

x


করোনায় গরীব-অসহায়দের পাশে দক্ষিণ জেলা যুবদল নেতা মোজ্জাম্মেল

রবিবার, ২৬ এপ্রিল ২০২০ | ৮:০১ অপরাহ্ণ

করোনায় গরীব-অসহায়দের পাশে দক্ষিণ জেলা যুবদল নেতা মোজ্জাম্মেল

করোনাভাইরাসের পরিস্থিতিতে ঘরবন্দি গরীব-অসহায় মানুষদের পাশে দাড়ালেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক। তিনি লকডাউনের মধ্যে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে প্রায় ২’শ ৫০ পরিবারের মাঝে ইফতারি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এসব ত্রাণ সামগ্রী অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গত রবিবার (২৬ এপ্রিল) সকালে সাতকানিয়া সদর ও ছদাহা ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে আটকে পড়া মানুষদের সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ইফতারী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন নেতা-কর্মীদেরকে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দেশের ক্লান্তি কালে ,করোনা মহামারীতে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ে। যার কারনে আমার ক্ষুদ্র প্রয়াসে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি এলাকার বিত্তশালীদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য যুবদলের এই নেতা চলমান করোনা মহামারীতে এর আগেও বেশ কয়েকবার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এছাড়াও দেশের বিভিন্ন সময় দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৮:০১ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com