কতটুকু ধান আপনি কাটতে পারবেন? কতক্ষন আপনি মাঠে থাকতে পারবেন?
কৃষির আধুনিকরনে গুরত্বদেন,এই সংকটকালীন সময়ে যাতে সহজে ফসল ঘরে তুলতে পারে সেই ব্যবস্হা করুন অহেতুক ফটোসেশন করে ভাল কাজগুলি ম্লান করে কি লাভ?
সংসদ সদস্য কৃষকদের আধুনিক কৃষি উপকরন প্রাপ্তিতে সহায়তা করবেন যাতে কৃষক স্বল্প খরচে বেশী লাভবান হোন।
যেমনটি করেছেন নড়াইল -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মোর্ত্তজা ।
করোনা দূর্যোগে শ্রমিক সংকটে দিশেহারা কৃষকের পাশে দাঁড়ান!
করোনা ভাইরাস সংক্রমণের কারণে বোরো ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন দেশের লাখ লাখ কৃষক পরিবার। ধান কাটার শ্রমিক ও পর্যাপ্ত মেশিনের অভাবে বোরো ধান কেটে গোলায় উঠাতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা।
এখন থেকে কৃষিনির্ভর শিল্পপণ্যের উৎপাদন হবে স্বয়ংক্রিয় মেশিনে। এক মেশিনেই ধান কাটা, মাড়াই, বস্তাজাত করা যাবে। এক বস্তার ধান আরেক মেশিন দিয়ে চাল হয়ে বের হবে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। শুধু ধান নয়, গম, ভুট্টা, তেল বীজ উৎপাদনেও এমন আধুনিক প্রযুক্তির মেশিন ,মিনি হারভেস্টার নামের এ মেশিনটি দিয়ে এক ঘণ্টায় কাটা যাবে এক বিঘা জমির ধান।
একজন সম্মানীত সংসদ সদস্যের নিকট জনগণ এটাই প্রত্যাশা করেন যেটা এমপি মাশরাফি করেছেন।
(সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও সংগঠক এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর ফেসবুক ওয়াল থেকে নেয়া-২৯.০৪.২০২০)
বাংলাদেশ সময়: ২:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com