কক্সবাজারের উখিয়ায় কুতুপালং বাজার এলাকায় বকতিয়ার মার্কেটে অগ্নিকাণ্ডে ৩ রোহিঙ্গা মারা গেছেন। তারা ওই মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আনসারুল্লাহ, ফয়েজুল ইসলাম ও মুহাম্মদ আয়াছ। তাদের বয়স ২০ থেকে ২৫ বছর। তারা সবাই রোহিঙ্গা।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ইমদাদুল হক জানান, উখিয়ার শরণার্থী ক্যাম্পসংলগ্ন কুতুপালং বাজারের একটি মার্কেটে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। অগ্নিকাণ্ডে বেশকিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।
কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত ২২ মার্চ উখিয়ার বালুখালীসহ পাঁচটি আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা নিহত হয়। পুড়ে যায় প্রায় ১০ হাজার ঘর।
বাংলাদেশ সময়: ১০:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com