এক গাড়ি ভর্তি করে পাশের বস্তি গুলোতে আটার প্যাকেট পাঠানো হলো।ছেলেরা সেখানে গিয়ে মাইকে ঘোষণা করলো যাদের আটার দরকার আছে তারা এসে আটা নিয়ে যেতে পারেন। কিন্তু জনপ্রতি মাত্র এক কিলো আটা দেয়া হবে।
যাদের ঘরে মোটামুটি খাবার ছিল তারা কেউ গেলো না মাত্র এক কিলো আটা আনার জন্য। কিন্তু যারা সত্যিই খুব গরিব তারা এসে হাজির হলো এবং একটা করে আটার প্যাকেট নিয়ে গেলো।
সকালে আটার প্যাকেট খুলতেই আটার সাথে বেরিয়ে এলো নগদ ১৫ হাজার টাকা। পরে খোঁজ নিয়ে জানা গেল ওই ট্রাক পাঠিয়েছিলেন আমির খান।
আমির খানের দানের কৌশল দেখে ভারতীয়রা হতবাক।
(ব্যবসায়ী হাসান মুহাম্মদ মঈনুদ্দিনের ফেসবুক ওয়াল থেকে নেয়া)
বাংলাদেশ সময়: ৬:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com