সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘অন্যায় এবং চাঁদাবাজীর বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্র করে আমাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক প্রতিযোগিতায় আমাকে মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্রকারীরা আমাকে সন্দ্বীপের মানুষের কাছে ছোট করতে মরিয়া হয়ে উঠেছে। আমি জীবিত থাকতে তাদের উদ্দেশ্যে কখনো সফল হবে না।’ রবিবার (১২ ডিসেম্বর) রাতে সন্দ্বীপের শিবের হাট চত্বরে সমন্বিত ঐক্য পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।
সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানোর প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
চেয়ারম্যান মিজানুর রহমান আরো বলেন, ‘পাওনা টাকা আনতে আমাকে আপন আবাসিকে ডাকা হয়। আমি পৌঁছার ৫ মিনিটের মধ্যে সেখানে পুলিশ আসে। আমি খুলশী থানায় আসার আগেই ষড়যন্ত্রকারীরা ফেসবুকে বিভিন্ন বেনামী আইডি থেকে আমাকে খুলশী থানায় গ্রেফতার করা হয়েছে মর্মে প্রচার করতে থাকে। এ থেকে স্পষ্ট হয় এটি ছিল পূর্ব পরিকল্পিত। এমনকি আমাকে আটকে রেখে মামলা দিতে ষড়যন্ত্রকারীরা থানায় ফোন পর্যন্ত দিয়েছে।’
মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল কবিরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজ উল্ল্যাহ, ফোরকান উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, জমির উদ্দিন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মঞ্জুর মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মহসিন সেলিম, কাজী আরিফুর রহমান মেহেরাজ, ইউপি সদস্য আজিজুল হক ভুলু, মো.রেজাউল করিম, মো. মামুন, মো.আরমান, আবুল কাশেম, যুবলীগের উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ সারোয়ার শিমুল মেম্বার, হুমায়ুন কবির সুমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আবদুর রহিম শিবলু, সাধারণ সম্পাদক আইনুল কবির মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম, হীরা কায়সার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টুটুল চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মিজানুর রহমান চেয়ারম্যান ও তার পরিবারকে সন্দ্বীপের মানুষ চিনে। তার পারিবারিক ঐতিহ্য আমাদের সকলেরই জানা। তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করে আমাদের মন থেকে মুছে ফেলা যাবেনা।
সভাশেষে চেয়ারম্যান মিজানুর রহমানকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সমাজ প্রতিনিধি ও ব্যবসায়ীরা ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
উল্লেখ্য, শনিবার রাতে খুলশী থানা পুলিশ একটি জুয়ার আসরে ষড়যন্ত্রমূলকভাবে ফোন করে নিয়ে গিয়ে চেয়ারম্যান মিজানুর রহমানকর ষড়যন্ত্রমূলকভাবে আটক করে।
বাংলাদেশ সময়: ২:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
ekhonbd24.com | sarwar ctg
Development by: webnewsdesign.com