সারাদিন এতো বেশি ব্যস্ত থাকি যার ফলে এই প্রশ্নটা একবারের জন্যেও মাথায় আসে না। তবে দিনশেষে যখন রাত নামে, ব্যস্ততার পাল্লাটা হালকা হয়, তখন একটা প্রশ্নই বারবার ঘুরপাক করে আমরা কি শেষ পর্যন্ত এই যুদ্ধে জয়ী হবো? নাকি প্রাণনাশ করবে করোনা?
জানিনা কি থেকে কি হয়! গত একমাস ধরে ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে খাদ্য সহায়তা নিয়ে ছুটে চলেছি মানুষের ঘরে। আগামী একমাস সেহেরী নিয়ে ছুটতে হবে চট্টগ্রামে। সেন্ট্রাল বয়েজ অব রাউজান প্রতিষ্টার পর থেকে শত শত কাজ করেছে। কিন্ত এতোটা চ্যালেঞ্জ কখনো আমাদের নিতে হয় নি।
আমাদের ছেলেরাও কি এক অদৃশ্য কারণে ভীত হয় নি। তাদের মানসিকতা আমাকে বার বার উজ্জীবিত করেছে। মানুষের জন্য কাজ করা একটা নেশা ঢুকেছে তাদের মনো। তারপরো দিনশেষে একটা প্রশ্ন ঘুরে, শেষ পর্যন্ত ভালো থাকবো ত আমরা? নাকি অতল গহ্বরে তলিয়ে যাবো? সাথে আমাদের স্বপ্নও, স্বদেশ ভালো রাখার স্বপ্ন।
(মোঃ সাইদুল ইসলামের ফেসবুক ওয়াল থেকে নেয়া)
সভাপতি-সেন্ট্রাল বয়েজ অব রাউজান, চট্টগ্রাম
বাংলাদেশ সময়: ১২:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
ekhonbd24.com | saidul islam
Development by: webnewsdesign.com