আবুধাবিতে ‘বিগ টিকিট’ নামের একটি লটারির ড্রয়ে ১০ মিলিয়ন দিরহাম (২৩ কোটি টাকার বেশি) জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। শনিবার দেশটির আল আইনতে এ লটারি জেতেন তিনি।
৫৫ বছর বয়সী শাহেদ আহমেদ মৌলভিফাইজ একটি গাড়ি ওয়ার্কশপ চালান। তিনি জানান, ৩৫ বছর ধরে ‘বিগ টিকিট’ কিনে আসছেন তিনি। ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে এটি প্রথম চালু হয়। এরপর থেকে তিনি এ টিকিট কিনে আসছিলেন। খবর গালফ নিউজের।
৪০ বছর ধরে আল আইনতে বসবাস করছেন শাহেদ। তিনি জানান, এখন তার স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে সংযুক্ত আরব আমিরাতে আনতে চান। এই লটারিজয়ীর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম শহরে।
দেশে ফিরে বাড়ি তৈরি করতে চান জানিয়ে শাহেদ বলেন, ‘আমি আপাতত এই দুটি বিষয়ে পরিকল্পনা করছি। আরা বাদবাকি বিষয় সম্পর্কে পরে জানতে পারবেন। প্রথমবারের মতো এ লটারি জেতায় আমি খুব খুশি।’
এ লটারির দ্বিতীয় পুরস্কার ৫ মিলিয়ন দিরহাম জিতেছেন বাহরাইনে বসবাসরত ভারত থেকে আসা রমন মোহন। তৃতীয় পুরস্কার সাড়ে তিন মিলিয়ন দিরহাম বিজয়ী হলেন সৌদি আরবে বসবাসকারী এক ভারতীয় প্রবাসী। সূত্র: সমকাল
বাংলাদেশ সময়: ৯:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
ekhonbd24.com | the reporter
Development by: webnewsdesign.com