ব্রেকিং

x


অবহেলায় যুক্তরাষ্ট্র প্রবাসীর মৃত্যু, ইপসার শোক

শুক্রবার, ২২ মে ২০২০ | ৭:২৪ অপরাহ্ণ

অবহেলায় যুক্তরাষ্ট্র প্রবাসীর মৃত্যু, ইপসার শোক

অবহেলা, দায়িত্বহীনতায় বিনা চিকিৎসায় মারা গেলেন হিমাংশু কুমার দাশ নামের একজন যুক্তরাষ্ট্র প্রবাসি। ২২ মে শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসেও গেইট খুলেননি কর্তৃপক্ষ। ফলে অক্সিজেনের অভাবে হাসপাতালে গেইটেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে অভিযোগ পরিবারের।

পারিবারিক সূত্রে জানা যায়, হিমাশু কুমার দাশ(৬৮) সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) ছিলেন। তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকে গত ৫ মাস আগে দেশে ফিরেন। কিন্তু ৩ মাস পর আবার চলে যাওয়ার কথা থাকলেও করোনার উদ্ভূদ পরিস্থিতির কারণে আর যাওয়া হয়নি। এর মধ্যে শুক্রবার (২২ মে) ভোররাতে হঠাৎ অসুস্থবোধ করায় জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালের গেইট না খোলার কারণে বিনা চিকিৎসায় সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন হিমাশু কুমার দাশ।

মৃত হিমাংশু কুমার দাশের মেয়ের জামাই ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী বলেন, রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের গেইট খুলেনি। চিকিৎসার অভাবে মারা গেলেন তিনি। এরপর ওখান থেকে কাট্টলীর বাসায় নিয়ে যায়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, নিয়ম হলো জরুরি বিভাগের এন্টি করার পর প্রয়োজন হলে আইসিও বা অন্য ওয়ার্ডে ভর্তি করানো হয়। তারা উপরে আইসিওর সামনে দরজার ধাক্কাধাক্কি করছিলেন।
তাছাড়া ভোরে আইসিও’র কোনও বেড খালি ছিল না।

তিনি বলেন, আসলে জেনারেল হাসপাতালে অনেকগুলো বিল্ডিং। রোগীরা আসলে বুঝতে পারে না কোথায় যাবে। এমন ঘটনা এর আগেও হয়েছে। নিদিষ্ট স্থান খুঁজতে খুঁজতেই রোগী মারা গিয়েছে।

অন্যদিকে সাবেক পুলিশ কর্মকর্তা হিমাংশু কুমার দাশ’র মৃত্যুতে ইপসা’র শোক :

একাত্তরের রণাঙ্গনের সাহসী সৈনিক, মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হিমাংশু কুমার দাশ আজ শুক্রবার সকাল ৬.১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা এবং এক পুত্রসন্তান রেখে গেছেন। তিনি ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী’র শ্বশুর। তিনি একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার ছিলেন।

তাঁর মৃত্যুতে ইপসা পরিবারের সকল সাধারণ সদস্য, সকল কর্মকর্তা/কর্মীবৃন্দ শোকাহত। আমরা তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাই এবং তাঁর আত্নার শান্তি কামনা করছি।

Facebook Comments Box

বাংলাদেশ সময়: ৭:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০

ekhonbd24.com |

Development by: webnewsdesign.com